প্রকাশিত: Sun, May 21, 2023 2:46 PM
আপডেট: Tue, Jan 27, 2026 8:47 AM

আজ কাতার যাচ্ছেন প্রধানমন্ত্রী

সালেহ বিপ্লব: প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস রানা গণমাধ্যমকে জানান, দুই দিনের রাষ্ট্রীয় সফরে আজ বিকেল ৩টায় ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির আমন্ত্রণে তার এ সফর।

আগামী ২৩ থেকে ২৫ মে কাতারের দোহায় থার্ড কাতার ইকোনমিক ফোরাম: এ নিউ গ্লোবাল গ্রোথ স্টোরি শীর্ষক ফোরাম অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল ফোরামে অংশগ্রহণ করবে।

ব্লুমবার্গের সহায়তায় আয়োজিত এ ফোরামে অংশগ্রহণ করবেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান, মন্ত্রী, বিশিষ্ট অর্থনীতিবিদসহ প্রযুক্তি, অর্থ ও ব্যবসা খাতের বিশেষজ্ঞরা। সম্পাদনা: এল আর বাদল